জয় ও চেলসি”র বিবাহ উওর সংবর্ধনা ১৪ নভেম্বর,শুক্রবার,ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায়
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
বীর মুক্তিযোদ্ধা,কলামিস্ট ও সাংবাদিক খুরশিদ আনোয়ার বাবলু ও নাসিমা আনোয়ার বাবলু”র একমাত্র তনয় পাইলট ও প্রকৌশলী নুসরাত গাজী জয় এবং যুক্তরাষ্ট্রের মুলধারার স্টেফেন ব্লেকলে করবেট ও রবিন লেন্ডেন ব্লেকলে”র তনয়া চেলসি ব্লেকলের বিবাহ উওর সংবর্ধনা অনুষ্ঠিত হবে শুক্রবার,১৪ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টায় ঐতিহাসিক ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ভেনকোয়েট পার্টি হলে,১ মেরিনা রোড,করোনা,নিউইয়র্ক,এনওয়াই-১১৩৬৮।উল্লেখ্য,প্রকৌশল নুসরাত গাজী জয় ওয়াসিংটন ষ্টেটের রাজধানী সিয়াটলে আমেরিকান পাইলট হিসেবে কর্মরত এবং চেলসিয়া ব্লেকলে সিয়াটলে আমেরিকান স্কুল শিক্ষক হিসেবে কর্মরত।তারা দ”জন একে অপরের দীর্ঘ দিনের জানা-চেনা-ঘনিষ্ঠতা এরং পরিনয় ।উক্ত অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,শিল্পী,সাহিত্যিক, সাংবাদিক,মুক্তিযোদ্ধা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বলে আইবিএননিউজকে আয়োজকদের পক্ষথেকে জানানো হয়েছে।
প্রকাশকঃ সম্পাদকঃ মো শামীম আহমেদ । সহঃ প্রকাশকঃ সমীর রুদ্র। নির্বাহি সম্পাদকঃ নিহারেন্দু চক্রবর্তী । বার্তা সম্পাদকঃ মোঃ মকবুল হোসেন। আইন উপদেষ্টাঃ এডভোকেট তাপস চন্দ্র সরকার
জজকোর্ট, কুমিল্লা।
ই পেপার