আলীকদমে অনুপস্থিতির অভিযোগে ১৩ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা অনুমোদন
- Update Time : ০৫:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৪২ Time View

আলীকদমে অনুপস্থিতির অভিযোগে ১৩ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা অনুমোদন
বান্দরবান প্রতিনিধি │
বান্দরবানের আলীকদম উপজেলায় বিদ্যালয়ে অনুপস্থিতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন দিয়েছে বান্দরবান জেলা পরিষদ।
জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আবেদনের ভিত্তিতে এই মামলা অনুমোদিত হয়। এর আগে তদন্তে দেখা যায়, অভিযুক্ত শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেননি এবং দায়িত্ব পালনে গাফিলতি করেছেন।
মামলায় অভিযুক্ত শিক্ষকরা হলেন:
রেংপু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক হারুন আর রশিদ, নার্গিস তামান্না, হাবেকুন্নার ও মোতাহার বেগম;
রাইতুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্বাস উদ্দিন, রিয়াজুল জান্নাত, মো. জাবেদ;
এবং মেনকেউ মেনকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাজীব স্রো, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার ও রোমেন দাশ।
আলীকদম উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,
“২০২৪ সালে বিদ্যালয়ে অনুপস্থিতি ও নানা অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার আবেদন করে। জেলা পরিষদ সেই আবেদন অনুমোদন দিয়েছে।”
শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী ধাপে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নিয়ম অনুযায়ী কার্যক্রম শুরু হবে।












