কুমিল্লা মহেশাঙ্গণে রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন ব্রত মঙ্গলবার থেকে শুরু
- Update Time : ১২:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৩ Time View

কুমিল্লা মহেশাঙ্গণে রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন ব্রত মঙ্গলবার থেকে শুরু
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
প্রাণঘাতী রোগ-ব্যাধি থেকে মুক্তি পেতে এবং আপনজনের মঙ্গলার্থে বিগত বছরের ন্যায় এবারও আসছে মঙ্গলবার (৪ নভেম্বর) হতে ৮ নভেম্বর শনিবার, ১১ নভেম্বর মঙ্গলবার ও ১৫ নভেম্বর শনিবার এই চারদিন কুমিল্লা মহেশাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন উৎসব।
বলা হয়ে থাকে, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে বারদী আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। তারই ধারাবাহিকতায় কুমিল্লা মহেশাঙ্গণে প্রতিবছর ঘটা করে এ উৎসব পালিত হয়। দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত ও পুণ্যার্থীরা মহেশাঙ্গণে জড়ো হন এবং প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন। পুরো মহেশাঙ্গণ প্রাঙ্গণ আলো আর ধূপের ধোঁয়ায় ভরে যায়। আলো, অন্ধকার ও ধূপের ধোঁয়া মিলেমিশে ভিন্ন এক পরিবেশের সৃষ্টি হয়ে থাকে।
এদিকে, কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- আপনজনের মঙ্গলার্থে প্রতি বছর কার্তিক মাসের ১৫ তারিখের পর প্রতি শনি ও মঙ্গলবার রাখের উপবাস ও প্রদীপ প্রোজ্জ্বলন করে থাকে।

























