০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা রামঠাকুর আশ্রমে ৮৭তম রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু

Reporter Name
  • Update Time : ০৮:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ২৩ Time View

কুমিল্লা রামঠাকুর আশ্রমে ৮৭তম রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী @ রামঠাকুর আশ্রমে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের ৮৭তম রাসোৎসব।
তদুপলক্ষে প্রথমদিন ৩রা নভেম্বর সোমবার বিকেল ৩টায় হতে যথাক্রমে বেদ বাণী পাঠ ও শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা এবং সন্ধ্যায় গঙ্গা আবাহন, উৎসব অধিবাস, শ্রী শ্রী নামযজ্ঞ আরম্ভ এবং শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা।
দ্বিতীয়দিন ৪ঠা নভেম্বর মঙ্গলবার অহোরাত্র নামযজ্ঞ এবং সকাল ১০টা শ্রীনাম প্রদান। ওই নাম প্রদান করবেন শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। এরপর মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূজা ও ভোগ আরতি এবং সন্ধ্যায় শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা শেষে শ্রী রাসপূজা।
তৃতীয়দিন ৫ই নভেম্বর বুধবার অহোরাত্র নামযজ্ঞ এবং সকাল ১০টা শ্রীনাম প্রদান। ওই নাম প্রদান করবেন শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। এরপর ঠাকুরের পূজা, ভোগ আরতি শেষে ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা।
চতুর্থদিন ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে শ্রী শ্রী নামযজ্ঞ সমাপন।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন চট্টগ্রাম আকবর শাহস্থিত শ্রী শ্রী কৈবল্যধামের শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য এবং কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী’র সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্র চন্দ্র সরকার।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমিল্লা রামঠাকুর আশ্রমে ৮৭তম রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু

Update Time : ০৮:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

কুমিল্লা রামঠাকুর আশ্রমে ৮৭তম রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী @ রামঠাকুর আশ্রমে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের ৮৭তম রাসোৎসব।
তদুপলক্ষে প্রথমদিন ৩রা নভেম্বর সোমবার বিকেল ৩টায় হতে যথাক্রমে বেদ বাণী পাঠ ও শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা এবং সন্ধ্যায় গঙ্গা আবাহন, উৎসব অধিবাস, শ্রী শ্রী নামযজ্ঞ আরম্ভ এবং শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা।
দ্বিতীয়দিন ৪ঠা নভেম্বর মঙ্গলবার অহোরাত্র নামযজ্ঞ এবং সকাল ১০টা শ্রীনাম প্রদান। ওই নাম প্রদান করবেন শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। এরপর মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূজা ও ভোগ আরতি এবং সন্ধ্যায় শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা শেষে শ্রী রাসপূজা।
তৃতীয়দিন ৫ই নভেম্বর বুধবার অহোরাত্র নামযজ্ঞ এবং সকাল ১০টা শ্রীনাম প্রদান। ওই নাম প্রদান করবেন শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। এরপর ঠাকুরের পূজা, ভোগ আরতি শেষে ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা।
চতুর্থদিন ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে শ্রী শ্রী নামযজ্ঞ সমাপন।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন চট্টগ্রাম আকবর শাহস্থিত শ্রী শ্রী কৈবল্যধামের শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য এবং কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী’র সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্র চন্দ্র সরকার।