০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুকনগর স্কুলের এস,এস,সি-১৯৭৪ ব্যাচের তৃতীয় পুনর্মিলন অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : ০৪:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৩৭ Time View

চুকনগর স্কুলের এস,এস,সি-১৯৭৪ ব্যাচের
তৃতীয় পুনর্মিলন অনুষ্ঠান

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

” কৈশোরে জুড়েছিল আমাদের এ প্রাণে প্রাণ, রবে’তা আমৃত্যু বন্ধুত্ব অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে কেশবপুরের সীমান্তবর্তী চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতকার্য এসএসসি-১৯৭৪ ব্যাচের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর-২৫) দিনভর তালা উত্তরণের হলরুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালা উত্তরণ সংস্থার নির্বাহী পরিচালক ও এস,এস,সি-১৯৭৪ ব্যাচের বন্ধু শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে বন্ধু এবং শিক্ষকদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে একমিনিট নিরবতা পালন করা হয়। এর পরে ৫০ বছর পর আগত বন্ধু ও অনুষ্ঠানের প্রধান অতিথি রবীন নন্দীকে ফুলের পাপড়ি দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
যশোর জজ কোর্টের এ্যাডভোকেট এস,এম আনছার আলী-এর পরিচালনায় মিলন মেলার বন্ধুদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করেন, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হাকিম মোড়ল, বিশিষ্ঠ সংগঠক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হেলেনা খাতুন, কৃষিবিদ আলী আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ নন্দী, উত্তরণের আঃ সাত্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাত আলী শেখ, মুফতি আব্দুস ছোবহান, শাহাবুদ্দীন মোড়ল, সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথ, আল-হাজ্জ শাহাদাৎ হোসেন, ডাঃ দিলীপ তরফদার, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল নন্দী, শিব পদ কুণ্ডু, রশিদা বেগম, আফরোজা সুলতানা পারুল, অরুণ নন্দী, মলয় কুমার দাস, প্রাক্তন ইউপি সদস্য সাজ্জাত আলী সরদার, মোঃ রাজ আলী, জীবন বীমা কর্মী মোঃ নূরআলী, মোঃ আক্কাজ আলী, লিয়াকত আলী, ফজলুর রহমান, পরিতোষ মল্লিক প্রমূখ। পুনর্মিলনী অনুষ্ঠানে ৩৫ জন বন্ধু অংশগ্রহণ করেন।
তাছাড়া চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নকল্পে বিগত শিক্ষার্থীদের সহযোগীতায় অগ্রণী ভূমিকা রাখার প্রস্তুতি গ্রহন করা হয়। অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে একে-অপরে কোলাকুলিসহ মজা করতে দেখা যায়। বিদেশ থেকে আসা পুরাতন বন্ধু রবীন নন্দী ও মহিলা বন্ধুরা আসার কারণে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়েছিল আরও। মিলনমেলায় এক প্রীতি ভোজের আয়োজন করেন সগ্রামী বন্ধু সমাজসেবক শহিদুল ইসলাম।
ছবিঃ
২৫/১০/২৫

Tag :

Please Share This Post in Your Social Media

চুকনগর স্কুলের এস,এস,সি-১৯৭৪ ব্যাচের তৃতীয় পুনর্মিলন অনুষ্ঠান

Update Time : ০৪:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

চুকনগর স্কুলের এস,এস,সি-১৯৭৪ ব্যাচের
তৃতীয় পুনর্মিলন অনুষ্ঠান

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

” কৈশোরে জুড়েছিল আমাদের এ প্রাণে প্রাণ, রবে’তা আমৃত্যু বন্ধুত্ব অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে কেশবপুরের সীমান্তবর্তী চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতকার্য এসএসসি-১৯৭৪ ব্যাচের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর-২৫) দিনভর তালা উত্তরণের হলরুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালা উত্তরণ সংস্থার নির্বাহী পরিচালক ও এস,এস,সি-১৯৭৪ ব্যাচের বন্ধু শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে বন্ধু এবং শিক্ষকদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে একমিনিট নিরবতা পালন করা হয়। এর পরে ৫০ বছর পর আগত বন্ধু ও অনুষ্ঠানের প্রধান অতিথি রবীন নন্দীকে ফুলের পাপড়ি দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
যশোর জজ কোর্টের এ্যাডভোকেট এস,এম আনছার আলী-এর পরিচালনায় মিলন মেলার বন্ধুদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করেন, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হাকিম মোড়ল, বিশিষ্ঠ সংগঠক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হেলেনা খাতুন, কৃষিবিদ আলী আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ নন্দী, উত্তরণের আঃ সাত্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাত আলী শেখ, মুফতি আব্দুস ছোবহান, শাহাবুদ্দীন মোড়ল, সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথ, আল-হাজ্জ শাহাদাৎ হোসেন, ডাঃ দিলীপ তরফদার, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল নন্দী, শিব পদ কুণ্ডু, রশিদা বেগম, আফরোজা সুলতানা পারুল, অরুণ নন্দী, মলয় কুমার দাস, প্রাক্তন ইউপি সদস্য সাজ্জাত আলী সরদার, মোঃ রাজ আলী, জীবন বীমা কর্মী মোঃ নূরআলী, মোঃ আক্কাজ আলী, লিয়াকত আলী, ফজলুর রহমান, পরিতোষ মল্লিক প্রমূখ। পুনর্মিলনী অনুষ্ঠানে ৩৫ জন বন্ধু অংশগ্রহণ করেন।
তাছাড়া চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নকল্পে বিগত শিক্ষার্থীদের সহযোগীতায় অগ্রণী ভূমিকা রাখার প্রস্তুতি গ্রহন করা হয়। অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে একে-অপরে কোলাকুলিসহ মজা করতে দেখা যায়। বিদেশ থেকে আসা পুরাতন বন্ধু রবীন নন্দী ও মহিলা বন্ধুরা আসার কারণে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়েছিল আরও। মিলনমেলায় এক প্রীতি ভোজের আয়োজন করেন সগ্রামী বন্ধু সমাজসেবক শহিদুল ইসলাম।
ছবিঃ
২৫/১০/২৫