তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে শরীফ শাহ্ কামাল তাজের ব্যতিক্রমী কর্মসূচি পালিত
- Update Time : ০৮:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ৯৮ Time View

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলে শরীফ শাহ্ কামাল তাজের ব্যতিক্রমী কর্মসূচি পালিত
সাগর কুমার বাড়ই ,
তেরখাদা প্রতিনিধি //
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে খুলনার রূপসা ও তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি পালিত হয়। ৪ ঠা অক্টোবর খুলনার জেলার শিয়ালী চাঁদপুর , চাঁদপুর মহিলা মাদ্রাসা , ও বামনডাঙ্গা সালাফিয়া মাদ্রাসায় বৃক্ষ রোপণ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
একই কর্মসূচি তেরখাদা উপজেলায় ও পালিত হয়। বিএনপির উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী সচেতনতা ও সাংগঠনিক কর্মসূচি এটি। ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয় ,এই আয়োজনের সার্বিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং তেরখাদা-রূপসা-দিঘলিয়ার সাধারণ মানুষের আস্থার প্রতীক কেন্দ্রিয় বিএনপি নেতা শরীফ শাহ কামাল তাজ।
তাঁর উদ্যোগ ও পরিকল্পনায় আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল—৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরা , স্থানীয় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা।
এই কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা , বৃক্ষরোপণ এবং লিফলেট বিতরণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোল্লা দুরুল হুদা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তেরখাদা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি শেখ কামরান হাসান এবং প্রধান বক্তা ছিলেন রূপসা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফুল মেম্বার , মোল্যা রফিকুল ইসলাম শেখ , সাবেক সভাপতি মো: লাবু ইসলাম , মো: রাজিব শেখ , গোলাম রসুল শিকদার , শেখ সোহেল রানা , অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো মাসুম বিল্লাহ , মো: ইউসুফ হাওলাদার , আবুল বশার , রাজু চৌধুরি , মো:রবিউল ইসলাম, সাদ্দাম শেখ , মো মোস্তাক , মো দিদার আলী , মোল্যা শফিক হোসেন , মোঃ আব্দুল্লাহ শেখ।
সকলের সম্মিলিত উপস্থিতিতে রূপসার রাজনৈতিক মঞ্চে এক গঠনমূলক পরিবেশ তৈরি হয় , যেখানে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি স্পষ্ট হয়ে ওঠে।
লিফলেট বিতরণের মাধ্যমে ৩১ দফা কর্মসূচির মূল বার্তাসমূহ স্থানীয় জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি আলোচনা পর্বে বিশ্লেষণধর্মী উপস্থাপনার মাধ্যমে রূপরেখার প্রতিটি দফার বাস্তবতাও তুলে ধরা হয়।
এই রূপরেখায় নির্বাচন ব্যবস্থার সংস্কার , রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা , মানবাধিকার রক্ষা , দুর্নীতির জবাবদিহিতা এবং অর্থনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আয়োজকরা মনে করেন , এই কর্মসূচি শুধু রাজনৈতিক প্রচার নয় , বরং একটি সচেতনতা তৈরির প্রক্রিয়া।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শুধু রাজনৈতিক নয় , সামাজিক দায়িত্ববোধও প্রকাশ পায়। ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় নতুন চারা রোপণ করে পরিবেশ রক্ষায় প্রতীকী বার্তা দেওয়া হয়।
এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে সাড়া পাওয়া গেছে , তা ভবিষ্যতের সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা মনে করছেন।
দলীয় নেতৃত্ব ও স্থানীয় কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ , দায়িত্ববোধ এবং অংশগ্রহণ বাড়ানোর জন্য এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
কর্মসূচিতে তেরখাদা অংশে তেরখাদা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























