ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র পথ- কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী হারিসুল বারি রনি

- Update Time : ০৭:২২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪ Time View

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র পথ- কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী হারিসুল বারি রনি
মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭:৩০ মিনিটে জয়মনিরহাট জামে মসজিদ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ হারিসুল বারি রনি। তিনি বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষ আজ ন্যায়-ইনসাফ থেকে বঞ্চিত। দুর্নীতি, দুঃশাসন ও মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। ইসলামই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সক্ষম এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র পথ। তাই জনগণের আস্থা অর্জন করে আগামী দিনে ইসলামকে ভিত্তি করে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন ডিলার। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুহাম্মাদ জুলহাস উদ্দিন (বি.এস.সি), সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সোহাইল আহমাদ।
এছাড়া সম্মেলনে জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারি মোঃ সোনাউল্লাহ, সহ-সভাপতি মোঃ আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী, কারী আব্দুর রহিম, মোঃ শহিদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনটি উৎসাহব্যঞ্জক ও সংহতির পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামিক দর্শনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।