মেনিনজাইটিস রোগে আক্রান্ত শিশুর পাশে বিএনপি নেতা কামরুজ্জামান রতন

- Update Time : ১০:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১০ Time View

মেনিনজাইটিস রোগে আক্রান্ত শিশুর পাশে বিএনপি নেতা কামরুজ্জামান রতন
মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় দুরারোগ্য মেনিনজাইটিস রোগে আক্রান্ত ৬ বছর বয়সী শাওনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতন।
অসুস্থ শাওন উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের শরীফ হোসেনের ছেলে। চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছে সে।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা শাওনকে সহয়তা করার জন্য বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের দৃষ্টিগোচর হয়।
এরই পরিপেক্ষিতে আজ মঙ্গলবার রাত ৭টার দিকে দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে তেতৈতলা গ্রামে গিয়ে শাওনের বাবা শরীফ হোসেনের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় দিন মজুর শরীফ হোসেনের কাছে অসুস্থ ছেলে শাওনের কথা শুনে আবেগাপ্লুত হন কামরুজ্জামান রতন।
এ সময় তিনি বলেন, দলের পক্ষ থেকে আমরা সবসময় এই অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো। একই সাথে আমি মুন্সিগঞ্জ জেলা প্রশাসন, বিত্তশালী, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে শাওনের চিকিৎসায় আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসহাক আলী, বিএনপি নেতা আসলামুজোহা চৌধুরী তপন, দেওয়ান হারুন অর রশিদ, মিজানুর রহমান দেওয়ান, নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ, মমিন মৃধা,শাহাদাত হোসেন পান্নু, এমপি ইপু প্রধান, জহির ফরহাদ প্রমুখ।