রামপালে জমি নিয়ে বিরোধে সেনা সদস্যের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ
- Update Time : ০৭:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ১০ Time View

রামপালে জমি নিয়ে বিরোধে সেনা সদস্যের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ
মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল( বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের ৮ নং ওয়ার্ডে
জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এসকেন্দার আলীর স্ত্রী লাবলী বেগম(৩৭)ও তার স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া খাতুন(১১)কে মারধোর ও কুড়াল দিয়ে কুপিয়ে যখমের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার
খান মোসলেম এর ছেলে সেনাবাহিনীতে কর্মরত খান আরিফ এর বিরুদ্ধে। রামপাল থানায় অভিযোগ সূত্রে জানা গেছে
গত ২৭ অক্টোবর ( সোমবার) সকাল দশটায় লাবলী বেগম ও তার মেয়েকে নিয়ে নিজ জমিতে সুপারি পাড়তে গেলে এজাহারে উল্লেখিত ১ নং আসামী উপজেলার বারুইপাড়া গ্রামের খান মোসলেম এর ছেলে খান আরিফ(৩৮), তার বোন রত্না বেগম(৩২)ও মা মিরোনা বেগম (৫৫) গিয়ে সুপারি পাড়তে বাধা দেয়।কিন্তু লাবলী বেগম বাধা না মানলে সেনাবাহিনীতে কর্মরত খান আরিফ তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে লাবলী বেগমকে কুপিয়ে জখম করে এবং আরিফ সহ তিনজন একত্রিত হয়ে মাটিতে ফেলে
মারধোর ও স্পর্শ কাতর শরীরে আঘাত করে।
এবং সুমাইয়াকে মারধোর করে মোবাইল কেড়ে নেওয়ার মতো অভিযোগ উঠেছে।এ ঘটনায় ৩১ অক্টোবর সকালে লাবলী বেগম তার নিজ বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে বলেন, আমার স্বামীর পৈতৃক জমিতে আমি এবং আমার মেয়ে সুপারি পাড়তে যাই। সেখানে সেনাবাহিনীতে কর্মরত খান আরিফ ও তার বোন এবং মা গিয়ে আমাদের বাধা দেয়। আমি বলি কেন পাড়বো না আমাদের জমি আমাদের গাছ ,তখন উচ্চ স্বরে গালাগালি করে এবং বলে তুই আমাদের নামে মামলা করছিস।তোর যার করার করছিস,এখান থেকে চলে যা।
তখন আমার মেয়ে মোবাইল দিয়ে ভিডিও করছিলো , সেই সময় রত্না এসে আমার মেয়ের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে মারে।আরিফ এসে আমার পিঠে আঘাত করে চুল ধরে মাটিতে ফেলে দেয়।এক পর্যায়ে আরিফ তার বোন এবং মা তিন জনে আমাকে মাটিতে ফেলে আরিফের হাতে থাকা কুড়াল দিয়ে মাথায় কোপ দেয় ও কুড়ালের পিছন দিয়ে শরীরের সব জায়গায়, এমনকি স্পর্শ কাতর জায়গায় ও আঘাত করে।
কাগজ অনুযায়ী জমি আমাদের কিন্তু আরিফ সেনাবাহিনীতে চাকরির প্রভাব খাটিয়ে গ্রামে এসে এমন হুমকি ধামকি ও মারামারি করে।
লাবলী বেগমের মেয়ে সুমাইয়া খাতুন বলেন,
আমরা সুপারি পাড়তে গেলে আমাদের বাধা
দেয়। কথা কাটাকাটির ভিডিও করতেছিলাম
তখন রত্না এসে আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে মারে।
আম্মু মোবাইল ফেরত চাইলে আম্মুকে আরিফ আঘাত করে, চুল ধরে মাটিতে ফেলে দিয়ে
কুড়াল দিয়ে কোপ দেয়
এবং আমাকে সুপারির ডাল দিয়ে আঘাত করে।
এ বিষয়ে প্রতিবেশী আরিফ এর চাচি বলেন, আরিফ বাড়িতে আসলে একের পর এক ঝামেলা করে। আমাদের জমি ও জোর পূর্বক দখল করেছে এবং কিছু বলতে গেলে সেনাবাহিনীতে চাকরির প্রভাব দেখিয়ে হুমকি ধামকি দেয়।
খান আরিফের কাছে জানতে চাইলে,সে বিষয়টি অস্বীকার করে । বলে এমন কিছু হয়নি আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
রামপাল থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান আতিকের কাছে জানতে চাইলে তিনি
বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, এবং তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল, বাগেরহাট
01992090074























