সাঁথিয়া ধুলাউড়ি হাটে অতিরিক্ত ওজনের পেঁয়াজ বিক্রির অভিযোগে প্রশাসনের অভিযান
- Update Time : ০৯:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৫ Time View

সাঁথিয়া ধুলাউড়ি হাটে অতিরিক্ত ওজনের পেঁয়াজ বিক্রির অভিযোগে প্রশাসনের অভিযান
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি হাটে পেঁয়াজ বিক্রিতে অতিরিক্ত ওজন নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এবং ক্যাব (ভোক্তা অধিকার সংরক্ষণ সমিতি) সাঁথিয়া শাখার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জানা যায়, বাজারে পেঁয়াজ প্রতি মনের (৪০ কেজি) পরিবর্তে ৪১ থেকে ৪২ কেজি পর্যন্ত তুলে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এতে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।
এ সময় বাজারের কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্য ও সঠিক ওজন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান জানান, ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় কোনো অনিয়ম সহ্য করা হবে না।

























