০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

Reporter Name
  • Update Time : ০২:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ২২ Time View

ব্যাংক সমিতির ঋণ

তাছলিমা আক্তার মুক্তা

গরীব ছিলাম ভালো ছিলাম
শান্তি ছিলো মনে ,
সাধের জীবন নষ্ট হলো
ব্যাংক সমিতির ঋণে ।

ব্যবসার কথা চিন্তা করে
ব্যাংক থেকে নিলাম ঋণ,
ঘরের শান্তি নিলাম হলো
মাসের পর দিনকে দিন।

ব্যবসা হলো ধ্বংস আর
শান্তি হলো ছারখার ,
আমার মতো এ যন্ত্রণা
আছে বলো কার কার ।

ঋণের জ্বালা ভীষণ জ্বালা
যার আছে সে বুজে ,
ব্যাংক সমিতি দারুণ খারাপ
সুদের ব্যবসা খুঁজে ।

আদর করে লোন দিয়ে
শেষে করে মামলা ,
ব্যবসায়ির নাম করে
শেষে বানায় কামলা ।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ০২:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ব্যাংক সমিতির ঋণ

তাছলিমা আক্তার মুক্তা

গরীব ছিলাম ভালো ছিলাম
শান্তি ছিলো মনে ,
সাধের জীবন নষ্ট হলো
ব্যাংক সমিতির ঋণে ।

ব্যবসার কথা চিন্তা করে
ব্যাংক থেকে নিলাম ঋণ,
ঘরের শান্তি নিলাম হলো
মাসের পর দিনকে দিন।

ব্যবসা হলো ধ্বংস আর
শান্তি হলো ছারখার ,
আমার মতো এ যন্ত্রণা
আছে বলো কার কার ।

ঋণের জ্বালা ভীষণ জ্বালা
যার আছে সে বুজে ,
ব্যাংক সমিতি দারুণ খারাপ
সুদের ব্যবসা খুঁজে ।

আদর করে লোন দিয়ে
শেষে করে মামলা ,
ব্যবসায়ির নাম করে
শেষে বানায় কামলা ।