০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ শিক্ষকদের, ক্লাসরুমে খেলায় মেতে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : ০৪:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ১৪ Time View

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ শিক্ষকদের, ক্লাসরুমে খেলায় মেতে শিক্ষার্থীরা

মোঃ পলাশ শেখ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ;

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৯৯ নং রাজবাড়ী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটা (২টা ৩০ মিনিটে) সরেজমিনে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক শাহীন ও অন্তরা বিদ্যালয়ে উপস্থিত নেই। প্রধান শিক্ষক রেবেকা খাতুনও ওই সময় বাড়িতে অবস্থান করছিলেন। তবে একজন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থেকে শ্রেণিকক্ষ দেখভাল করছিলেন।

এ সময় অধিকাংশ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে বই খোলার পরিবর্তে পাথর নিয়ে খেলাধুলা করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, এই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ করেন। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ে যদি শিক্ষকরা ঠিকমতো না থাকেন, তাহলে আমাদের সন্তানরা পড়বে কীভাবে? প্রতিদিনই দেখি দুপুরের আগেই চলে যান।”

 

জানা গেছে, এর আগেও এই বিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে একাধিকবার স্থানীয় সংবাদমাধ্যমে অনিয়মের খবর প্রকাশ হয়েছে, কিন্তু পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা বলেন,
“ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকরা যেন নিয়মিত উপস্থিত থেকে পাঠদান করেন, তা নিশ্চিত করা হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ শিক্ষকদের, ক্লাসরুমে খেলায় মেতে শিক্ষার্থীরা

Update Time : ০৪:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ শিক্ষকদের, ক্লাসরুমে খেলায় মেতে শিক্ষার্থীরা

মোঃ পলাশ শেখ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ;

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৯৯ নং রাজবাড়ী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটা (২টা ৩০ মিনিটে) সরেজমিনে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক শাহীন ও অন্তরা বিদ্যালয়ে উপস্থিত নেই। প্রধান শিক্ষক রেবেকা খাতুনও ওই সময় বাড়িতে অবস্থান করছিলেন। তবে একজন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থেকে শ্রেণিকক্ষ দেখভাল করছিলেন।

এ সময় অধিকাংশ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে বই খোলার পরিবর্তে পাথর নিয়ে খেলাধুলা করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, এই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ করেন। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ে যদি শিক্ষকরা ঠিকমতো না থাকেন, তাহলে আমাদের সন্তানরা পড়বে কীভাবে? প্রতিদিনই দেখি দুপুরের আগেই চলে যান।”

 

জানা গেছে, এর আগেও এই বিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে একাধিকবার স্থানীয় সংবাদমাধ্যমে অনিয়মের খবর প্রকাশ হয়েছে, কিন্তু পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা বলেন,
“ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকরা যেন নিয়মিত উপস্থিত থেকে পাঠদান করেন, তা নিশ্চিত করা হবে।”