প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

- Update Time : ০৭:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১১ Time View

প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
মোঃমশিয়ার রহমান টিংকু/মহেশপুরঃ
ঝিনাইদহের মহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,প্রচারসম্পাদক মশিয়ার রহমান টিংকু,এম আর রাসেল,জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল,রবিউল ইসলাম,খোকন মিয়া,শাকিল আহম্মেদ,জাকির হোসেন,সাইফুল ইসলাম,আব্দুর রাজ্জাক
রাজন,আঃরহিম,আব্দুল হাকিম’সহ ক্লাবের অন্নান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
আলোচনায় সাংবাদিকরা সীমান্তঘেঁষা মহেশপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় ওসি নজরুল ইসলাম বলেন- সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিকরা একসাথে কাজ করলে সমাজের অন্ধকার অনেকটাই দূর হবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। এর ফলে সীমান্ত জনপদ, মহেশপুরে প্রশাসন ও সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।