বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখা পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভা ।

- Update Time : ০৬:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৩ Time View

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখা পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভা ।
সমীর রুদ্র
স্টাফ রিপোর্টার কক্সবাজার জেলা।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উখিয়া উপজেলাব্যাপি উৎসব মুখর পরিবেশে উদযাপন লক্ষ্যে প্রস্তুতি মুলক সভা,
সঞ্চালনায় করেন রুপন দেওয়ানজী সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা ।
মহাকাল ভৈরব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা। উপস্থিত ছিলেন জয়জন ঘোষ সহ সভাপতি পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা। সজল ধর অর্থ সম্পাদক পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা। মিথুন কান্তি দে সহ সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কক্সবাজার । অজিত শর্মা সভাপতি শীল কল্যাণ সমিতি ।বিনোসর রুদ্র সভাপতি রত্না পালং পূজা উদযাপন পরিষদ। হারাধন রুদ্র সভাপতি রাজা পালং হারাশিয়া কালকাছা পাড়া শ্রী কৃষ্ণ মন্দির কমিটি। বক্তব্য রাখেন সঞ্জয় কান্তি দে ,বাদল শর্মা সভাপতি রাজা পালং খয়রাতি পাড়া মহোৎসব কমিটি। আরো উপস্থিত ছিলেন কাজল দাস ,জয় সেন, রাহুল কর্মকার, দীপন বিশ্বাস সাংবাদিক উখিয়া ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা।
উক্ত প্রস্তুতি মুলক সভায় উখিয়া উপজেলার সকল মঠ মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক ও সমাজের নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকে।